News71.com
 Bangladesh
 27 Aug 22, 09:00 PM
 378           
 0
 27 Aug 22, 09:00 PM

সূবর্ণচরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই ।।

সূবর্ণচরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই ।।

নিউজ ডেস্কঃ  নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিষ্কার বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি দোকান। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫টি দোকান। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৬ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের পরিষ্কার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হলো- জসিম কনফেকশনারি, বাশার ফার্মেসি, বাশারের মুদি দোকান, ফারুক কসমেটিকস, আজিজুল হকের দোকান, আব্দুল হকের দোকান।  স্থানীয়রা জানান, পরিষ্কার বাজারের ব্যবসায়ী জসিম তার দোকানে চায়ের সঙ্গে সব ধরনের কনজুমার সামগ্রী বিক্রি করতেন। তার দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ থাকার কারণে অকটেন বিক্রির সময় প্রথমে তার শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তার দোকান থেকে আগুনের লেলিহান শিখা আশপাশের আরো ৬টি দোকানে ছড়িয়ে পরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন