News71.com
 Bangladesh
 21 Aug 22, 07:24 PM
 386           
 0
 21 Aug 22, 07:24 PM

সাগরে ট্রলারডুবি।।দুই দিনে মিলল ৫ জেলের মরদেহ

সাগরে ট্রলারডুবি।।দুই দিনে মিলল ৫ জেলের মরদেহ

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকেল থেকে রোববার (২১ আগস্ট) সকাল সোয়া ১০টা পর্যন্ত মহেশখালী চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এদের মধ্যে শনিবার বিকেলে উদ্ধার করা হয় জেলে মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলামের মরদেহ। তাদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে। আর রোববার উদ্ধার করা হয় জেলে হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছানের মরদেহ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বাংলানিউজকে বলেন, সকালে কোস্টগার্ডের সহায়তায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দুজনের পরিচয় পেয়েছি। আর একজনের ঠিকানা পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি বলেন, এর আগে শনিবার বিকেলে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন