News71.com
 Bangladesh
 24 Dec 21, 06:01 PM
 369           
 0
 24 Dec 21, 06:01 PM

বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু॥

বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে মারিয়া ইসলাম (১৯) এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহনাফ আকিব (২২) ও মারিয়া আদনীন (১৯) নামে আরও ২ পর্যটক নিখোঁজ রয়েছেন। জানা যায়, গত ২২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি পর্যটকের দল বান্দরবান ভ্রমণে আসেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে তারা নৌকা নিয়ে বান্দরবানের সাঙ্গু নদী অতিক্রম করে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাদুড়া ঝর্ণায় পৌঁছায়। বিকেল ৩টার দিকে তারা সবাই ঝর্ণার পানিতে গোসল করতে যায়।

গোসল করার সময় ঝর্ণার প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হন আকিব ও মারিয়া আদনীন। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মারিয়াকে। পরে বিকেল ৪টায় স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডা. গুণজন চৌধুরী মৃত ঘোষণা করেন। ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের উপ-পুলিশ পরিদর্শক মো. এরহাদ হোসেন জানান, বেড়াতে গিয়ে পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে এখনো নিখোঁজ রয়েছে দুই জন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন