News71.com
 Bangladesh
 03 Apr 21, 10:57 AM
 667           
 0
 03 Apr 21, 10:57 AM

করোনার প্রকোপে॥পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার

করোনার প্রকোপে॥পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার

নিউজ ডেস্কঃ পর্যটনের এমন ভর মৌসুমেও করোনার প্রভাবে পর্যটক শূন্য হয়ে গেছে কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সৈকত। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র ১৪ দিন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণার পর শুক্রবার থেকে পর্যটক শূন্য সমুদ্র সৈকত। কক্সবাজার সৈকত থেকে কিটকট ছাতা তুলে নিয়েছে ব্যবসায়ীরা। হকার ও ফটোগ্রাফাররা বেকার সময় পার করছে। বেশিরভাগ বাদাম-ঝালমুড়ি ব্যবসায়ী পাড়ি জমিয়েছে তাদের নিজ বাড়িতে।

আজ শুক্রবার দেখা যায়- সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট, সী-গাল পয়েন্ট, শৈবাল পয়েন্ট, কবিতা চত্ত্বর ও ডায়াবেটিস পয়েন্ট পর্যটক শূন্য। সেখানে পযর্টক প্রবেশ নিষিদ্ধ করার জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব পয়েন্টে পর্যটক শূন্য করে প্রবেশ রোধে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন