নিউজ ডেস্কঃ পর্যটনের এমন ভর মৌসুমেও করোনার প্রভাবে পর্যটক শূন্য হয়ে গেছে কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সৈকত। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র ১৪ দিন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণার পর শুক্রবার থেকে পর্যটক শূন্য সমুদ্র সৈকত। কক্সবাজার সৈকত থেকে কিটকট ছাতা তুলে নিয়েছে ব্যবসায়ীরা। হকার ও ফটোগ্রাফাররা বেকার সময় পার করছে। বেশিরভাগ বাদাম-ঝালমুড়ি ব্যবসায়ী পাড়ি জমিয়েছে তাদের নিজ বাড়িতে।
আজ শুক্রবার দেখা যায়- সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট, সী-গাল পয়েন্ট, শৈবাল পয়েন্ট, কবিতা চত্ত্বর ও ডায়াবেটিস পয়েন্ট পর্যটক শূন্য। সেখানে পযর্টক প্রবেশ নিষিদ্ধ করার জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব পয়েন্টে পর্যটক শূন্য করে প্রবেশ রোধে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।