News71.com
 Bangladesh
 01 Apr 21, 09:26 PM
 509           
 0
 01 Apr 21, 09:26 PM

নোয়াখালীতে ১০৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা

নোয়াখালীতে ১০৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে মুরগির খামারে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা করেছেন জেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী আবদুল কাইয়ুম। আজ বুধবার নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের প্রধান আইনজীবী শংকর দে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ১০৪ জনসহ আরো ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট থানা মামলা গ্রহণ না করায় বাদী আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন। মামলায় প্রধান আসামিরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, আসামি করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা ফখরুল ইসলাম রাহাতসহ ১০৪ জনকে। এছাড়াও মামলায় ৭০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলাটি করেছেন মির্জা কাদেরের অনুসারী চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল কাইয়ুম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন