News71.com
 Bangladesh
 30 Mar 21, 11:23 AM
 673           
 0
 30 Mar 21, 11:23 AM

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই সন্ত্রাসী গ্রেফতার॥

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই সন্ত্রাসী গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা। সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, নয়াপাড় রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের, শেড নং-৬৫৩, এম আরসি নং ৩৬৩৪৬ এর বাসিন্দা মোঃ রেদোয়ানের ছেলে রহমত উল্লাহ (১৮) ও সহোদর শফিউল্লাহ প্রকাশ মুন্না (১৭)। এপিবিএন পুলিশের দাবি গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা সন্ত্রাসী পুঁতিয়া গ্রুপের সক্রিয় সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন