News71.com
 Bangladesh
 29 Mar 21, 02:32 PM
 621           
 0
 29 Mar 21, 02:32 PM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১ সন্ত্রাসী আটক।।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১ সন্ত্রাসী আটক।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন অপকর্মের ঘটনায় জড়িত থাকার অপরাধে শীর্ষ সন্ত্রাসী ইমরান গ্রুপের ১১ সন্ত্রাসীকে ধারাল অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে পালংখালী ইউনিয়নের সফিউল্লাহ কাটা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া সন্ত্রাসীরা সবাই কক্সবাজারের স্থানীয় এলাকার বাসিন্দা। তারা রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে যোগ দিয়ে নানা অপরাধ করে আসছে।

 

আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী নলবুনিয়া এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে ওবাইদুর (৩০), মো. হোসেনের ছেলে আব্দুল হামিদ (২৮), হোসেন আহমেদের ছেলে আব্দুল রশিদ (৩০), শফিউল্লাহ কাটা এলাকার আব্দুল হকের ছেলে রিপন (২৪), পালংখালীর মো. ফকিরের ছেলে মিজান (২২), জাহিদের ছেলে আব্দুল হক (২০), সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৮), মোছার খোলা এলাকার আবুল কাশেমের ছেলে নূর মোহাম্মদ (২১), নলবুনিয়া এলাকার আব্দুল মোনাফের ছেলে আরিফ (২৯), বাদীতলা আব্দুল গফুরের ছেলে সিরাজুল (২২) কক্সবাজারের পেকুয়ার সালামত উল্লাহর ছেলে মো. হেলাল (১৮)।

 

আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সরবরাহ, অস্ত্র বাণিজ্য, অপহরণসহ নানা অপরাধে জড়িত বলে জানা গেছে। আটককৃতদের নামে কক্সবাজারের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে। ক্যাম্প-১৬ এর এবিপিএন ইনচার্জ আমিনুল হক জানিয়েছেন, স্থানীয় সন্ত্রাসীরা ব্লক-বি/৬ এর রোহিঙ্গা হামিদ উল্লাহর ছেলে এয়াকুবকে (৪০) অপহরণের চেষ্টা চালায়। পরে এবিপিএন অভিযান চালিয়ে ১১ বাংলাদেশিকে বেশ কিছু ধারাল অস্ত্রসহ আটক করে। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন