News71.com
 Bangladesh
 07 Feb 21, 07:49 PM
 749           
 0
 07 Feb 21, 07:49 PM

চসিকে প্যানেল মেয়র নির্বাচন নিয়ে নওফেল ও নাছির অনুসারীদের ভোটযুদ্ধ॥

চসিকে প্যানেল মেয়র নির্বাচন নিয়ে নওফেল ও নাছির অনুসারীদের ভোটযুদ্ধ॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচনের পালা এবার। মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নেওয়ার পর প্রথম সাধারণ সভায় তিন সদস্যের এই প্যানেল নির্বাচিত হবে। এই পদ পেতে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত ৫৪ জন কাউন্সিলরের মধ্যে ডজনখানেক এর মধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা প্যানেলে জায়গা করে নিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, এবার প্যানেল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আগে এই তিনটি পদে হাতে গোনা কয়েকজন প্রতিদ্বন্দ্বী থাকলেও এবার সবচেয়ে বেশি হবে এই পদপ্রত্যাশী।

আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি গণভবন থেকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। জানতে চাইলে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘দায়িত্ব গ্রহণের পর যথাযথ নিয়ম ও প্রক্রিয়ায় নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্য থেকে তিন সদস্যবিশিষ্ট প্যানেল মেয়র গঠন করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন