News71.com
 Bangladesh
 28 Jan 21, 10:08 AM
 737           
 0
 28 Jan 21, 10:08 AM

বন্দরনগরী চট্টগ্রামের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী।।

বন্দরনগরী চট্টগ্রামের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বহুলপ্রতীক্ষিত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ৩,৬৯,২৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন  ৫২,৪৮৯  ভোট।  বুধবার দিনগত রাত ১টা ৩৪ মিনিটে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান। 

 

এ নির্বাচনে ভোট পড়ার হার ২২ দশমিক ৫২ শতাংশ।  মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। সংঘর্ষের কারণে বাকি দুটি কেন্দ্রের ফল স্থগিত রয়েছে। ভোট শেষে রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘আমরা জনগণের রায়ে বিশ্বাস  করি, আস্থা রাখি। তবে নির্বিঘ্নে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন