News71.com
 Bangladesh
 24 Jan 21, 06:43 PM
 780           
 0
 24 Jan 21, 06:43 PM

চসিক নির্বাচন ।। নিষ্পত্তি হওয়া অধিকাংশ অভিযোগের সত্যতা পায়নি ইসি

চসিক নির্বাচন ।। নিষ্পত্তি হওয়া অধিকাংশ অভিযোগের সত্যতা পায়নি ইসি

নিউজ ডেস্কঃ বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে নির্বাচন কমিশনে জমা পড়েছে অর্ধশতাধিক অভিযোগ। তবে অধিকাংশ অভিযোগেরই সত্যতা পায়নি নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন ঘনিয়ে আসলেও বেশ কিছু অভিযোগের নিষ্পত্তি হয়নি। কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযোগের পাল্লা ভারি হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৫৬টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সর্বোচ্চ ১২টি অভিযোগ করেন৷ এর মধ্যে মাত্র ৪টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তি করা অভিযোগগুলোর মধ্যে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এছাড়া বাকি তিনটি অভিযোগের সত্যতা পায়নি নির্বাচন কমিশন।

অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর করা তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে। এ পর্যন্ত মোট ২৬টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে ১৫টির সত্যতা পায়নি কমিশন।

এছাড়াও পাঁচটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট অভিযুক্তদের এবং তিনটি অভিযোগে সাধারণ ডায়েরি ও মামলা করা হয়েছে। বিভিন্ন জটিলতায় তিনটি অভিযোগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন