News71.com
 Bangladesh
 23 Jan 21, 08:14 PM
 663           
 0
 23 Jan 21, 08:14 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আহত সাত জন।।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আহত সাত জন।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মুন্সি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন। শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১টায় উপজেলার চর চারতলায় এ হামলার ঘটনা ঘটে।

জামাল মুন্সি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. হানিফ মুন্সির ছোট ভাই ও চর চারতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের লতি গোষ্ঠীর লোকজন রাত ১টায় দেশীয় অস্ত্র নিয়ে জামাল মুন্সির ওপর অতর্কিত হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরো সাত জন আহত হন। আহত অবস্থায় জামালকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন