News71.com
 Bangladesh
 20 Jan 21, 08:56 PM
 771           
 0
 20 Jan 21, 08:56 PM

খাগড়াছড়িতে যৌথ অভিযানে ১৭০০ কেজি গাঁজাসহ আটক এক॥

খাগড়াছড়িতে যৌথ অভিযানে ১৭০০ কেজি গাঁজাসহ আটক এক॥

নিউজ ডেস্কঃ গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার অন্তর্গত লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় সেনাবাহিনী এবং র‌্যাবের যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ টি গাঁজার বস্তা এবং ৫০০ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১৭০০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। আভিযানিক দল ঘটনাস্থল থেকে শান্তু চাকমা নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়। ধারণা করা হয় যে, দুর্গম পাহাড়ী এলাকায় এসব অবৈধ গাঁজা চাষাবাদ সশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন