News71.com
 Bangladesh
 13 Jan 21, 10:50 AM
 734           
 0
 13 Jan 21, 10:50 AM

চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় নিহত ১॥ বিদ্রোহী’ প্রার্থী কাদেরসহ আটক ১৯ জন

চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় নিহত ১॥ বিদ্রোহী’ প্রার্থী কাদেরসহ আটক ১৯ জন

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহতের ঘটনায় 'বিদ্রোহী' কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে সংঘর্ষের পর মোগলটুলী এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ আটক ১৯ জনকে মনসুরাবাদে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে। মো. আবদুল কাদের ছাড়াও আটক অন্যদের মধ্যে রয়েছে হেলাল উদ্দিন, রাজু, রিমন, খোকন। আটকরা সবাই কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরের অনুসারী বলে জানা গেছে। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর বাদি হয়ে মামলা দায়ের করছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে বুধবার (১৩ জানুয়ারি) গভীর রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন