News71.com
 Bangladesh
 10 Jan 21, 12:46 PM
 674           
 0
 10 Jan 21, 12:46 PM

বাঘাইছড়িতে ত্রিমুখী সংঘর্ষে ৭০০ রাউন্ড গুলি বিনিময়

বাঘাইছড়িতে ত্রিমুখী সংঘর্ষে ৭০০ রাউন্ড গুলি বিনিময়

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে তিন আঞ্চলিক সংগঠনের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা ৫০ পর্যন্ত একটানা গোলাগুলির এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, সেখানে ৭০০ রাউন্ড গুলিবর্ষণ হয়েছে। গোলাগুলির প্রচণ্ড আওয়াজ আমরা শুনতে পেয়েছি। তবে এখনো কোনো হতাহতের সংবাদ পাইনি।

স্থানীয়রা জানান, এলাকার ঈমাম পাড়া জামে মসজিদ, নুর টাওয়ার ও আব্দুর শুক্কুর মিঞা কমিশনারের বাসায় গুলি এসে পড়ে। এসময় লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। ঘটনার পরপরই বিজিবি ও পুলিশ তৎপরতা শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন