News71.com
 Bangladesh
 07 Jan 21, 06:27 PM
 104           
 0
 07 Jan 21, 06:27 PM

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ২ জন

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ২ জন

নিউজ ডেস্কঃ কক্সবাজারে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল। এর আগে বুধবার (৬ জানুয়ারি) দিনগত রাতে শহরের দক্ষিণ কলাতলী শুকনাছড়িস্থ মেরিন ড্রাইভ রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জেলার উখিয়া উপজেলার জালিয়াপালংয়ের মনখালী গ্রামের মো. ফরিদের ছেলে আব্দুর রহমান (২০) ও রামুর খুনিয়া পালংয়ের সৈয়দ উল্লাহর ছেলে নুরুল আমিন (২৯)।

সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের দক্ষিণ কলাতলী শুকনাছড়িস্থ মেরিন ড্রাইভ রোডে অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার ইয়াবা বড়িসহ ওই দু’জনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন