News71.com
 Bangladesh
 02 Jan 21, 09:24 PM
 787           
 0
 02 Jan 21, 09:24 PM

রামগড়ে বিজিবির ১৪০টি কচ্ছপ উদ্ধার, ফেনী নদীতে অবমুক্ত

রামগড়ে বিজিবির ১৪০টি কচ্ছপ উদ্ধার, ফেনী নদীতে অবমুক্ত

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ফেনী নদীর রামগড় সীমান্তে ১৪০টি উদ্ধারকৃত কচ্ছপ অবমুক্ত করেছে। শনিবার (২ জানুয়ারি) রামগড় ব্যাটালিয়নস্থ কয়লার মুখ বিজিবি চেকপোস্টে সকাল ১০টার সময় সন্দেহ করে একটি মাহেন্দ্র তল্লাশি চালিয়ে ৩টি বস্তাভর্তি এক শ কেজি ওজনের ১৪০টি কচ্ছপ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত কচ্ছপগুলি বন্য প্রাণী সংরক্ষণ আইনে জব্দ করে জোন সদরে নিয়ে আসে বিজিবি।

এদিকে উদ্ধারকৃত কচ্ছপগুলো বিজিবির নায়েক সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে শনিবার বিকেল ৪টার সময় রামগড় বিজিবি বিশেষ ক্যাম্পসংলগ্ন ফেনী নদীতে অবমুক্ত করা হয়। বড়-ছোট বিভিন্ন সাইজের কচ্ছপগুলো পাহাড়ের কোনো জলাশয় থেকে চট্টগ্রামের নাজিরহাট বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন