News71.com
 Bangladesh
 29 Dec 20, 09:19 PM
 567           
 0
 29 Dec 20, 09:19 PM

চাঁদপুরে সংঘর্ষে আহত বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

চাঁদপুরে সংঘর্ষে আহত বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নিউজ ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জে ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন (মোহন সিরাজ) মারা গেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং পাঁচ মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা রেখে গেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌরসভার খাটরা বিলওয়াই এলাকার পারিবারিক গোরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করার কথা রয়েছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ আয়োজনকে কেন্দ্র করে বিবাদমান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারমধ্যে সেখানে সমাবেশে অংশ নিতে এসে ইটের আঘাতে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গত ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে মারা তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন