নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। এ সময় তিনজনকে আটক করা হয়। রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন এপিবিএন-১৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা। আটকরা হলেন— পালংখালী মুছারখোলা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী জান্নাতুল আক্তার, একই এলাকার ইসলাম হোসেন ও ট্রাক ড্রাইভার মো. সরোয়ার (২১)। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, রোববার বিকেলের দিকে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি নম্বরবিহীন ট্রাক নিয়ে ইয়াবাসহ পাচারকারীরা কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। গোপন সূত্রে, খবর পেয়ে জামতলী পুলিশ ক্যাম্পের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে ওই ট্রাকের পেছনে অভিনব কায়দায় রাখা ২১ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এপিবিএন সদস্যরা।এ সময় পাচারকাজে ব্যবহৃত নম্বরবিহীন মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে।