News71.com
 Bangladesh
 27 Dec 20, 10:46 AM
 716           
 0
 27 Dec 20, 10:46 AM

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনায় আক্রান্ত ১০৭ জন

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনায় আক্রান্ত ১০৭ জন

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৭২৫ জন। এসময়ে চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। রোববার (২৭ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৩৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চমেক ল্যাবে ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২২টি নমুনা পরীক্ষা করে ৭টি পজেটিভ শনাক্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন