News71.com
 Bangladesh
 24 Dec 20, 02:22 PM
 588           
 0
 24 Dec 20, 02:22 PM

চট্টগ্রাম চিড়িয়াখানায় মানুষের যত্নে বাড়ছে বাঘ শাবক॥  

চট্টগ্রাম  চিড়িয়াখানায় মানুষের যত্নে বাড়ছে বাঘ শাবক॥   

নিউজ ডেস্কঃ দৌঁড়াতে শুরু করেছে। আগের চেয়ে অনেকটা সুস্থ। তিন মাস পর্যন্ত এ অবস্থায় থাকলে খাঁচায় দেওয়া হবে। মাতৃস্নেহ বঞ্চিত বাঘের ছানা মানুষের স্নেহে বেড়ে উঠছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এক মাস আট দিন বয়সী এ বাঘ ছানাকে আদর যত্নে বড় করে তুলছেন চিড়িয়াখানার চিকিৎসকসহ অপর কর্মীরা। চট্টগ্রাম চিড়িয়াখানায় যে বাঘিনী শাবকগুলোর জন্ম দিয়েছে সেটার জন্মও এ চিড়িয়াখানায়। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় দুটি বাঘ ও চারটি বাঘিনী রয়েছে। কমলা-কালো বাঘিনীটির নাম দেওয়া হয় ‘জয়া’। জয়া গত ১৪ নভেম্বর তিনটি শাবকের জন্ম দেয়। যার মধ্যে দুটি মারা যায়।


চিড়িয়াখানার কোয়ারান্টিন সেন্টারের একটি জায়গায় রেখে বেঁচে থাকা ছোট শিশুদের মতোই ফিডারে দুধ খাওয়ানো হচ্ছে বাঘ ছানাটিকে। ছোট ছোট বল আর কাপড়ের তৈরি একটি খেলনা বাঘের সঙ্গে খেলাধুলা করে সময় কাটছে। এভাবে বাঘ ছানাকে হাতে ধরে দুধ খাওয়াচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কর্মীরা। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ জানান, ১৪ নভেম্বর রাতে ‘জয়া’ নামের একটি বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয়। তবে শাবকগুলোকে মা দুধ খেতে না দেওয়ায় পরদিন একটি এবং ১৮ নভেম্বর আরও একটি শাবক মারা যায়। বাঘছানাটির পরিচর্যায় কোনো কমতি থাকছে না। জীবিত এই শাবকটিকে মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে আলাদা করে কোয়ারান্টিন সেন্টারে রাখা হয়েছে। সেখানে একাই থাকছে বাঘ ছানা। হাতে ধরে খাওয়ানো হচ্ছে দুধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন