News71.com
 Bangladesh
 24 Dec 20, 10:56 AM
 633           
 0
 24 Dec 20, 10:56 AM

রোহিঙ্গা শিবিরে সিপিপি ফোকাল অপহরণ।। উদ্ধারে অভিযান

রোহিঙ্গা শিবিরে সিপিপি ফোকাল অপহরণ।। উদ্ধারে অভিযান

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা শিবিরে কর্মরত হুসাইন আলী নামে সিপিপি ফোকাল পারসনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ অপহরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, খবর পেয়েই সেখানে দ্রুত ফোর্স পাঠানো হয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। তিনি আরও জানান, সম্প্রতি কিছু রোহিঙ্গা ভাসান চরে চলে যাওয়ায় ওদের ঘরগুলো খালি হয়ে যায়। সিআইসি অফিসের নির্দেশে ওই ঘরগুলোতে তালা লাগাতে গিয়েছিল হুসাইন। এ সময় কতিপয় রোহিঙ্গা হুসাইনকে ধরে হাকিমপাড়ার দিকে নিয়ে যায়। বিষয়টি ফোনে আমাদের জানানো হলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে অভিযান শুরু করি। এখনও (রাত ১২টা) সেখানে অভিযান চলছে। আশা করছি একটা ইতিবাচক রেজাল্ট আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন