News71.com
 Bangladesh
 22 Dec 20, 10:40 PM
 714           
 0
 22 Dec 20, 10:40 PM

সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের সহায়তা চাইলেন চসিকে’র মেয়র প্রার্থী॥

সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের সহায়তা চাইলেন চসিকে’র মেয়র প্রার্থী॥

নিউজ ডেস্কঃ সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সাথে সাক্ষাত করে এ সহায়তা কামনা করেন বিএনপি’র এ প্রার্থী। এসময় বিএনপি’র প্রার্থী সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও চাকসু ভিপি নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। পুলিশ কমিশনারের সাক্ষাতের বিষয়ে ডা. শাহাদাত হোসেন বলেন পুলিশের সহায়তা ছাড়া কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত করে সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের সহায়তা চেয়েছি। কমিশনারও সুষ্ঠু নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টিতে সহায়তার আশ্বাস দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন