News71.com
 Bangladesh
 03 Dec 20, 11:38 AM
 605           
 0
 03 Dec 20, 11:38 AM

মহামারির মধ্যেও ২ কোটি নতুন বই পাচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীরা।।

মহামারির মধ্যেও ২ কোটি নতুন বই পাচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীরা।।

নিউজ ডেস্কঃ করোনা মহামারির মধ্যেও নতুন বছরের শুরুতে চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৩ লাখ ৭৮ হাজার ২৯৮ জন শিক্ষার্থীকে ২ কোটি ৩৭ হাজার ৭৩৬টি নতুন বই দিচ্ছে সরকার।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিবছরের মতো এবার ১ জানুয়ারি স্কুলে স্কুলে বই উৎসব না হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেওয়া হবে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলা প্রথমিক শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের ৪ হাজার ৩৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৫ হাজার ৭২৯ জন শিক্ষার্থীকে ৪৫ লাখ ৯৮ হাজার ১৩৯টি নতুন বই দেওয়া হবে।
অন্যদিকে ইংরেজি ভার্সনের ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩০২ জন শিক্ষার্থী ৮০ হাজার ১৭৮টি নতুন বই পাবে। এছাড়া প্রাক-প্রাথমিকের ১ লাখ ৬১ হাজার ৭১৪ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬১ হাজার ৭১৪টি নতুন বই দেওয়া হবে। সব মিলিয়ে প্রাথমিক স্তরের ১১ লাখ ৮২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী সরকারিভাবে বিনামূল্যে ৪৮ লাখ ৪০ হাজার ৩১টি নতুন বই পাবে এ বছর। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৪ লাখ ৪৫ হাজার ৮৯৮টি নতুন বই এসে পৌঁছেছে। বাকি বই ২০ ডিসেম্বরের মধ্যেই এসে পৌঁছাবে বলে বাংলানিউজকে জানিয়েছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন