News71.com
 Bangladesh
 13 Nov 20, 06:51 PM
 599           
 0
 13 Nov 20, 06:51 PM

চট্টগ্রামের ফিশারিঘাটে বেড়েছে মাছের সরবরাহ॥ বাজারে কমেছে দাম

চট্টগ্রামের ফিশারিঘাটে বেড়েছে মাছের সরবরাহ॥ বাজারে কমেছে দাম

 

নিউজ ডেস্কঃ সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই চট্টগ্রামের ফিশারিঘাটে মাছের সরবরাহ বেড়েছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় ২০ থেকে ৩০ টাকা কম দামে বিক্রি হচ্ছে বাজারে। অন্যদিকে, ২০ টাকা করে কমেছে দেশী মাছের দামও। ইলিশের সরবরাহ কম থাকায় বাড়তি দাম হাতিয়ে নিচ্ছে বিক্রেতারা।চট্টগ্রামের সর্ববৃহৎ মাছের বাজার ফিশারিঘাট। প্রতিদিন ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এ বাজার। সাগরে মাছ ধারার নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বেড়েছে। আর সাগর থেকে মাছ বাজারে আসায় বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। আর তাই কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে সকল ধরনের সামুদ্রিক মাছ।সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ার প্রভাব পড়েছে দেশি মাছের বাজারেও। কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে সকল ধরনের দেশি মাছ।শীত আসলেই কমে যায় ইলিশের সরবরাহ। আর যা আছে সেগুলোও বিক্রি হচ্ছে বেশি দামে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সাগর থেকে মাছ ধরে আরও জেলেরা ফিরে আসরে মাছের দাম আরও কমবে বলে মনে করেন বিক্রেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন