নিউজ ডেস্কঃ রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম বসন্ত তংঞ্চগ্যা প্রকাশ দুর্জয় (৩৫)। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আজ রবিবার সকালে ভাড়া নিয়ে কারিগরপাড়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, বসন্ত তংঞ্চগ্যা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) দলের সমর্থিত কর্মী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এর আগে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান সদর উপজেলার জামছড়ি বাজারে এক জেএসএস নেতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।