নিউজ ডেস্কঃ নগরের পাহাড়তলী রেলগেট থেকে মালামাল চুরির সময় দুইজনকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরিএনবি)। শুক্রবার (২৪ জুলাই) তাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন-জসিম উদ্দিন (৩৭) ও মনির হোসেন (৩৫)। আরএনবির এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রেলগেটের পাশে থেকে রেলবিট চুরির সময় তাদের আটক করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।