News71.com
 Bangladesh
 18 Jul 20, 06:41 PM
 907           
 0
 18 Jul 20, 06:41 PM

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে দুই শিশু ও এক গ্রাম পুলিশের মৃত্যু॥  

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে দুই শিশু ও এক গ্রাম পুলিশের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ বন্যার পানিতে ডুবে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এক গ্রাম পুলিশ ও উলিপুর উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উলিপুর উপজেলার চর বাগুয়া ও হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় এলাকায় ওই দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু হলো- উলিপুর উপজেলার বায়েজিদ ইসলাম (৮) ও মুন্নি খাতুন (দেড় বছর)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ব্রহ্মপুত্র নদের বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া গ্রামের মোন্তাজুল ইসলামের ছেলে বায়েজিদ সবার অগোচরে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

এছাড়া উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে মুন্নি বন্যার পানিতে ডুবে যায়। মুন্নি উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার গ্রামের বকুল মিয়ার মেয়ে। উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে চিলমারী উপজেলায় সুরুজ্জামান নামে এক গ্রাম পুলিশ সদস্য বাড়ির পাশের বিলে বন্যার পানিতে ডুবে মারা যান। পরে খবর পেয়ে সুরুজ্জামানের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সুরুজ্জামান চিলমারী উপজেলার কিশামত বানু বালাবাড়ীহাট এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং থানাহাট ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কিশামতবানু এলাকার গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন ।

পারিবারিক সূত্রে জানা যায়, সুরুজ্জামান সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের বিলে বন্যার পানিতে ভেসে যাওয়া পাটের জাগ সাঁতারে দেখতে যান। এ সময় তীব্র স্রোতের তোড়ে তিনি পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুরে তার মরদেহ উদ্ধার করেন। চিলমারী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দুপুরে গ্রাম পুলিশ সদস্য সুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন