News71.com
 Bangladesh
 14 Jul 20, 06:01 PM
 929           
 0
 14 Jul 20, 06:01 PM

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু।।

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাঙামাটি সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে সকালে শ্রমিকরা বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিল। এ সময় অসাবধানবশত দু’ জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। তবে তাদের নাম জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন