News71.com
 Bangladesh
 29 Jun 20, 10:23 AM
 1014           
 0
 29 Jun 20, 10:23 AM

জলের মধ্যে করোনা সংক্রমণ রোধে চট্টগ্রাম ওয়াসার ক্লোরিন থেরাপি॥

জলের মধ্যে করোনা সংক্রমণ রোধে চট্টগ্রাম ওয়াসার ক্লোরিন থেরাপি॥

নিউজ ডেস্কঃ জলের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে এবার 'ক্লোরিন' থেরাপি কার্যকর করেছে চট্টগ্রাম ওয়াসা। আপাতত পানিতে করোনার ভাইরাস শনাক্ত সম্ভব না হওয়ায় বিশেষ সতর্কতা হিসাবে পানিতে ক্লোরিন মেশানোর মাত্রা বাড়িয়ে দিয়েছে সংস্থাটি। একই সাথে নগরীর ২শ ৪০টি পয়েন্ট থেকে নমুনাও সংগ্রহ করছে তারা। তবে পানিতে মাত্রাতিরিক্ত ক্লোরিনের ব্যবহার স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইউরোপের কয়েকটি দেশে পানির মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার ঘটছে-এই তথ্যে কিছুটা নড়ে চড়ে বসেছে চট্টগ্রাম ওয়াসা। নগরীতে প্রতিদিন ৩৫ কোটি লিটারের বেশি পানি সরবরাহ করা হচ্ছে ৬ হাজার কিলোমিটার পাইপের মাধ্যমে। নানা ত্রুটি বিচ্যুতির কারণে পানি সরবরাহের পাইপগুলো হয়ে উঠতে পারে করোনা সংক্রমণের অন্যতম মাধ্যম। আর এই অবস্থায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ওয়াসা শুরু করেছে ক্লোরিনের অতিরিক্ত ব্যবহার।চট্টগ্রাম ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ক্লোরিনের লিমিট বাড়িয়ে দিয়েছি কারণ, যদি কোন কারণে কোন সমস্যা থাকে সেটা যেন না হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন