News71.com
 Bangladesh
 17 Jun 20, 10:32 AM
 934           
 0
 17 Jun 20, 10:32 AM

করোনাঃ চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ছাড়ালো সাড়ে ৫ হাজার

করোনাঃ চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ছাড়ালো সাড়ে ৫ হাজার

নিউজ ডেস্কঃ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে ১৭৯ জনের শরীরের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৮৫ জন। এছাড়া একই দিন মৃত্যু হয়েছে ৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। এইদিন বিআইটিআইডি ল্যাবে ৪৯ জন, চবি ল্যাবে ২০ জন, চমেক ল্যাবে ৫৪ জন, সিভাসু ল্যাবে ৪০ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জন শনাক্ত হয়। এছাড়া চট্টগ্রামের ৫টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়।এদের মধ্যে বিআইটিআইডি, চবি, চমেক, সিভাসু এবং ইম্পেরিয়াল হাসপাতালে যথাক্রমে ২৮১টি, ৪৮টি, ১৪২ টি, ১৫০টি এবং ১৪৩ টি করা হয়। এছাড়া কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ১৭ টি নমুনা পরীক্ষা করা হয়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনে ১৭৯ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ১২৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৫৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন