নিউজ ডেস্কঃ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়ন থেকে মৌসুমী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী জামাল হোসেন (৪০) পলাতক রয়েছেন। সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে রেজ্জাকপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মৌসুমী ওই গ্রামের আবুল হাশেমের মেয়ে। স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে পাশ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর বজরা এলাকার ইউছুফের ছেলে জামালের সঙ্গে বিয়ে হয় মৌসুমীর। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। জামাল পেশায় একজন ট্রাকচালক। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মৌসুমীকে মারধর করতো জামাল।
গতকাল সোমবার সকালে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মৌসুমীকে মারধর করে জামাল। দুপুরের দিকে জামাল ঘর থেকে বের হয়ে যায়। পরে মৌসুমীর মা ঘরে এসে মৌসুমীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে।অভিযোগ আছে, জামাল হোসেন একজন মাদকাসক্ত। তিনি মৌসুমীকে বিয়ে করার আগেও ১০-১১টি বিয়ে করেছেন। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার শরীরের আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।