News71.com
 Bangladesh
 09 May 20, 10:13 AM
 839           
 0
 09 May 20, 10:13 AM

নোয়াখালীর চৌমুহনীতে আগুন॥ ১০ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর চৌমুহনীতে আগুন॥ ১০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্কঃ নোয়াখালীর চৌমুহনী বাজারের খাজা হাফেজ শেখ মহিন উদ্দিন হকার্স মার্কেটে আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশন থেকে দমকলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে প্লাষ্টিকের শোরুম, ফাস্ট ফুড দোকান, ওষুধের দোকান, বাস কাউন্টার, কাপড় ও টেইর্লাস দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন