নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে কি না তা দেখার জন্য এবার মাঠে নেমেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। রবিবার তিনি নগরীর খুলশী থানা এলাকাসহ কয়েকটি এলাকায় মানুষের বাসার দরজায় গিয়ে তদারকি করেছেন কোয়ারেন্টিনে থাকা মানুষদের। জেলা প্রশাসন মনে করছে, প্রবাসফেরত ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে পারলে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো অনেকটাই সহজ হবে। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরপরই চট্টগ্রাম নগরীতে একাধিক ম্যাজিস্ট্রেট কোয়ারেন্টিন থাকা লোকজনের বাসায় গিয়ে সর্বশেষ অবস্থা জেনেছেন। কোনো কোনো ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে। প্রতিদিনই সেনাসদস্যদের নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।