News71.com
 Bangladesh
 19 Mar 20, 10:47 AM
 949           
 0
 19 Mar 20, 10:47 AM

করোনা উৎকণ্ঠা সত্ত্বেও চট্টগ্রামে পৌঁছেছে ইভিএম॥ চসিক নির্বাচন উপলক্ষ্যে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

করোনা উৎকণ্ঠা সত্ত্বেও চট্টগ্রামে পৌঁছেছে ইভিএম॥ চসিক নির্বাচন উপলক্ষ্যে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপক ঝুঁকি সত্ত্বেও চট্টগ্রাম সিটি নির্বাচন আয়োজনে অনড় নির্বাচন কমিশন। প্রস্তুতি হিসেবে নিয়ে আসা হয়েছে ইভিএম মেশিনসহ নির্বাচনী নথিপত্র। অথচ বিমানবন্দরের পাশাপাশি সমুদ্র বন্দর থাকায় করোনা ভাইরাস সংক্রমণে চট্টগ্রামকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। উদ্বেগ-উৎকণ্ঠা সত্ত্বেও আগামী ২৯ মার্চ নির্বাচন আয়োজনে ব্যস্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নগরীর জিমনেশিয়ামকে নিয়ন্ত্রণ কক্ষ এবং এমএ আজিজ স্টেডিয়াম হবে ভোটার সামগ্রী রাখার স্থান। আর ভোটের কাজে ব্যবহৃত ইভিএমও চলে এসেছে চট্টগ্রামে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অতিরিক্ত রিটার্নিং অফিসার মুনীর হোসেন খান বলেন, আমাদের ইভিএমের বেশিভাগই চলে এসেছে। এবং প্রশিক্ষণের মালামাল ও চলে আসছে। আমরা ২০ তারিখ থেকে প্রশিক্ষণ শুরু করব। আমরা প্রস্তুতি স্বাভাবিকভাবেই নিচ্ছি। নির্বাচন কমিশনের এতো প্রস্তুতির মাঝেও করোনা ভাইরাসের জন্য চট্টগ্রামকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে সংক্রমণ ঠেকাতে জনবহুল স্থান এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন