News71.com
 Bangladesh
 17 Mar 20, 12:34 PM
 797           
 0
 17 Mar 20, 12:34 PM

চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মাটির তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন ।।

চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মাটির তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন ।।

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তার একটি ভাস্কর্য নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ।  সোমবার নগরের টাইগারপাস এলাকায় মাটির তৈরি ভাস্কর্যটি উন্মোচন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এটি বসানো হবে নগরের বড়পোল চত্বরে। মেয়র নাছির বলেন, বঙ্গবন্ধুর ত্যাগের ইতিহাস, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধে তার অবদান নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ভাস্কর্য স্থাপন করা হচ্ছে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অভিন্ন। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চসিক। ভাস্কর্যটি মুজিববর্ষে প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর উপহার। সিটি করপোরেশন সূত্র জানায়, ভাস্কর্য নির্মাণের উদ্যোগ সিটি মেয়র নিজেই নেন এবং এর নকশা তৈরিসহ নির্মাণ কাজ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম। ভাস্কর্য নির্মাণ, বেদি তৈরি ও ভাস্কর্য চত্বরটি সৌন্দর্য বর্ধনে ব্যয় ধরা হয়েছে ৮৭ লাখ ৭০ হাজার টাকা। ২২ ফুট উচ্চতার ভাস্কর্যটি বসানোর জন্য বড়পোল এলাকায় চত্বরটি ফুলের গাছ ও বিভিন্ন উদ্ভিদের সমন্বয়ে সাজানো হবে। আগামী এক মাসের মধ্যে এটি স্থাপনের কাজও শেষ হবে বলে মেয়র জানিয়েছেন। ভাস্কর্য উন্মোচনের সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক শায়লা শারমিন, সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন