নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এফ রহমান হলে অভিযান চালিয়ে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বুধবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাত দেড়টার দিকে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপগ্রুপ বিজয় ও কর্নকডের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এফ রহমান ও আলাওল হলে ব্যাপক ভাঙচুর চালানো চালায় নেতাকর্মী। এ ছাড়া দুই হলের লাইট নিভিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে দু’পক্ষের প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়। পরে হলে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।