নিউজ ডেস্কঃ তিন দিন নিখোঁজ থাকার পর ফেনীর সোনাগাজীর যুবলীগ কর্মী সুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে ছাগলনাইয়া থেকে। সুজন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।ছাগলনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, মধ্যরাতে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আঁধার মানিক গ্রাম এলাকায় দুটি ডাকাত দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দেশি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গত ২৭ ফেব্রুয়ারি জিআর ১২৭/১৮ মামলায় হাজিরা শেষে সুজনসহ তিনজন নিখোঁজ হয়। সুজন নিখোঁজের ঘটনায় তার মা ফুলরা বেগম সোনাগাজী মডেল থানায় গত শুক্রবার নিখোঁজ ডায়েরি করেন। এর আগে তার সাথে নিখোঁজ অপর দুইজন শরিফ ও নিশানের গুলিবিদ্ধ লাশ শুক্রবার সোনাগাজী থেকে উদ্ধার করে পুলিশ।