News71.com
 Bangladesh
 14 Feb 20, 01:35 PM
 944           
 0
 14 Feb 20, 01:35 PM

টেকনাফ উপকুলে ট্রলারডুবি॥এখনো নিখোঁজ ৫০ রোহিঙ্গা

টেকনাফ উপকুলে ট্রলারডুবি॥এখনো নিখোঁজ ৫০ রোহিঙ্গা

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে নয়জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো হাসপাতালের মর্গে রয়েছে জানিয়েছে পুলিশ।  এদিকে ট্রলার ডুবির ঘটনায় ১৩৮ জনের মধ্যে অন্তত ৫০ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পরিচয় শনাক্ত হওয়া ৯ জন রোহিঙ্গার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ৬ জনের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি। 

 

উল্লেখ্য গত মঙ্গলবার ভোর রাতে টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে মালয়েশিয়াগামী ১৩৮ জন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কোস্টগার্ডসহ নৌ-বাহিনী ও স্থানীয় জেলেদের সহায়তায় ১৫ জনের মৃতদেহ এবং জীবিত অবস্থায় ৭২ জনকে উদ্ধার করা হয়। পরে বুধবার ভোর রাতে সেন্টমমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মুর্মূষাবস্থায় আরো ১ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড। প্রদীপ বলেন, টেকনাফের সেন্টমার্টিনে সাগরে ট্রলার ডুবির ঘটনায় মৃত উদ্ধার হওয়া ১৫ জনের লাশ বুধবার কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে নিহতদের স্বজনরা এদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে। পরিচয় শনাক্ত না হওয়া অন্যদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন