News71.com
 Bangladesh
 13 Feb 20, 11:50 AM
 908           
 0
 13 Feb 20, 11:50 AM

চবির শিক্ষার্থীবাহী বাস খাদে॥আহত ২০

চবির শিক্ষার্থীবাহী বাস খাদে॥আহত ২০

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহন করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত হয়েছেন আন্তত ২০ শিক্ষার্থী। তাদের মধ্যে দুই ছাত্রীসহ ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারীর মনিয়াপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহন করা বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের ধানের জমিতে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। তবে শিক্ষার্থীদের দাবি গাড়িতে থাকা অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে হাটহাজারীর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন