News71.com
 Bangladesh
 16 Jan 20, 11:12 AM
 779           
 0
 16 Jan 20, 11:12 AM

পতেঙ্গায় ৩০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ॥

পতেঙ্গায় ৩০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে তোলা ৩শ'র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সৈকতের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। দখলমুক্ত জমিতে সৌন্দর্য বর্ধনের পর দর্শনার্থীদের বিনোদনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে পেলুডার দিয়ে এভাবেই একে পর এক গুঁড়িয়ে দেয়া হয় ৩ শোর বেশি অবৈধ স্থাপনা। ভেঙে দেয়া হয় নাগরদোলাসহ বিনোদনের নানা সরঞ্জামাদি। দোকানীদের অভিযোগ তাদের আগে থেকে নোটিশ দেয়া হয়নি। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। তারা বলেন, আগে কোন নোটিশ বা খবর আসেনি। আমাদের সময় দিলে আমাদের এত ক্ষতি হতো না। তবে সিডিএ বলছে, তাদের দীর্ঘদিন ধরে সরে যেতে বলা হয়েছে। দেয়া হয়েছে নোটিশও। দখলকৃত জায়গাটি দর্শনার্থীদের বিনোদনের জন্য উন্মুক্ত করা হবে। পরে করা হবে রাস্তার কাজ। চট্টগ্রামের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম বলেন, এখানে প্রায় তিনশোর বেশি ভাসমান অবৈধ স্থাপনা হয়ে গেছে। সেগুলো উচ্ছেদ করতে হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। সৌন্দর্য বর্ধন করতে যে প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পের মধ্যে স্থাপনা পড়লে আমদের উচ্ছেদ করতে হবে। সিএমপি পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, আমাদের নিজস্ব ফোর্স, টুরিস্ট পুলিশ সবাই মিলে সহযোগিতা করছি। আমরা ভবিষ্যতে এগুলো বসতে দিবো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন