News71.com
 Bangladesh
 30 Nov 19, 01:18 PM
 944           
 0
 30 Nov 19, 01:18 PM

লক্ষ্মীপুরে অভিনব এক চেক প্রতারক আটক॥  

লক্ষ্মীপুরে অভিনব এক চেক প্রতারক আটক॥   

নিউজ ডেস্কঃ অভিনব এক চেক প্রতারক। ৫০ হাজার টাকা ধার দিয়ে আড়াই কোটি টাকার চেক লিখে নেয় নিজের নামে। টাকা দিতে ব্যর্থ হলেই প্রথমে উকিল নোটিশ, পরে মামলা। নিজের নামে অর্থ ও জমি ভাগিয়ে নিতে ছাড়েননি মা ও ভাইকেও। এখন পর্যন্ত তার এই চেক প্রতারণার শিকার হয়েছেন ২০ জনেরও বেশি। টাকা দিতে ব্যর্থ হলেই সবার নামে ঠুকে দেন মিথ্যা মামলা। এই প্রতারককে রাজধানী থেকে আটক করেছে ডিবি পুলিশ।লক্ষ্মীপুরের সামসুল হুদা। নিজেকে ইমাম হিসেবে পরিচয় দিলেও, এর অন্তরালে তিনি একজন চেক প্রতারক। প্রথমে অন্যের সমস্যা সমধানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। পরে খালি চেক চেয়ে নিজেই বসিয়ে নেন টাকার পরিমাণ।ভুক্তভোগী মোবারক হোসেন বলেন, সে নিজে নিজেই বলে টাকা লাগবে কিনা। ৫০ হাজার টাকা ধার দিয়েছে। টাকা দেওয়ার পরই এক সপ্তাহের মধ্যেই ২ কোটি ৫০ লক্ষ টাকার লিগ্যাল নোটিশ আসে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানী থেকে আটক করা হয় প্রতারক সামসুল হুদাকে। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে গড়ে তুলেছে সম্পদের পাহাড়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন