News71.com
 Bangladesh
 01 Nov 19, 12:47 PM
 754           
 0
 01 Nov 19, 12:47 PM

চট্টগ্রামে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ॥

চট্টগ্রামে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ॥

নিউজ ডেস্কঃ নগরের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) ও পাহাড়তলী এলাকায় অবৈধ ২০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে সিআরবির কদমতলীর এলাকা থেকে প্রায় ১২০টি ঝুপড়ি ও পাহাড়তলীর জামে মসজিদের আশপাশ থেকে প্রায় ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা জমির পরিমাণ প্রায় ২ একর। এর আগে গতকালও (বুধবার) সিআরবি এলাকা থেকে ২৩০টি টিনশেড ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়। এছাড়া ২৮ অক্টোবর (সোমবার) হালিশহর এলাকায় অবৈধ দখলে থাকা ৪৮ স্থাপনা উচ্ছেদসহ সাড়ে ৩ একর জায়গা উদ্ধার করে রেলওয়ের ভূমি বিভাগ। রেলওয়ের সূত্র জানায়, হালিশহরের বিশাল ওই রেলের জায়গা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় যুবলীগের সহ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের দখলে ছিল। এ নিয়ে গত এক সপ্তাহে রেলওয়ে প্রায় ৬ একর জায়গা উদ্ধার করে।

এদিকে যত বড় প্রভাবশালী হোক, দখলে থাকা রেলের জায়গা উদ্ধারে সরকারের পক্ষ থেকে রেলওয়েকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক গত একমাস ধরে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে ভূমি বিভাগ। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুর করিম বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক চলমান অভিযান অব্যাহত থাকবে। ৪ নভেম্বর সেগুন বাগানে, ১০ ও ১১ নভেম্বর ওয়ারলেস মোড় এলাকায় রেলের জায়গা উদ্ধারে অভিযান চালানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন