News71.com
 Bangladesh
 30 Oct 19, 01:36 PM
 837           
 0
 30 Oct 19, 01:36 PM

চবির ‘ডি’ ইউনিটের ফল স্থগিত ॥ ৬ ডিসেম্বর পূনঃ পরীক্ষা

চবির ‘ডি’ ইউনিটের ফল স্থগিত ॥ ৬ ডিসেম্বর পূনঃ পরীক্ষা

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ফলাফল স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যাশনাল কারিকুলামের শিক্ষার্থীদের প্রশ্নপত্র প্রণয়নে ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিট সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় কারিগরি ত্রুটির কারণে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমের প্রশ্ন না ছাপানোয় প্রায় ৩০০ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়। তাই এই ইউনিটের পুনঃপরীক্ষা আগামী ৬ ডিসেম্বর নেওয়া হবে। সোমবার (২৮ অক্টোবর) ‘ডি’ ইউনিটের পরীক্ষা হয়। এ ইউনিটে ১ হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ জন পরীক্ষা দেয়। প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৪৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন