নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার শরীফ চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী (৩৮) ও গাজীপুর জেলার সদর উপজেলার উত্তর হাইলপুর এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে দোলন সরকার (৩৬)। নিহতরা বনবিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে অফিস সহায়ক পদে কাজ করতেন বলে জানা গেছে।