bangladesh
 08 Oct 19, 06:00 PM
 53             0

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি হওয়া ২৯৬ বস্তা চিনি ও ট্রাক উদ্ধার ।।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি হওয়া ২৯৬ বস্তা চিনি ও ট্রাক উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি হওয়া চিনি ও ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এই তথ্য জানান পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি জানান, গত রবিবার দিবাগত রাতে ১৬ টন চিনি নিয়ে নরসিংদীর ঘোড়াশাল থেকে ফেনী জেলার দাগনভূঞা যাচ্ছিল একটি ট্রাক। পথে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় চিনিসহ ট্রাকটি সিএনজি দিয়ে ডাকাতের দল পথরোধ করে ট্রাকে দুই ডাকাত উঠে যায়। এসময় ট্রাকের ড্রাইভার আনোয়ার ও হেলপার শিপনকে ছুড়িকাঘাত করে আহত করে সিএনজিতে উঠিয়ে ফেলে। দুইজন ডাকাত চিনিসহ ট্রাকটি চালিয়ে নিয়ে যায়। আহত ড্রাইভার ও হেলপারকে সড়কের পাশে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় সোমবার অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাাগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাক ও নবীনগরের কৃষ্ণনগর সুমাইয়া নামক একটি বেকারি থেকে ২৯৬ বস্তা চিনি উদ্ধার করা হয়। এসময় সুমাইয়া বেকারির মালিক মো. জহিরকে (৩৭) আটক করা হয়। আটক জহির ডাকাতির সাথে জড়িতদের নাম জানিয়েছে। এই ঘটনায় তাদের আটক ও বাকি ২৪ বস্তা চিনি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')