নিউজ ডেস্কঃ সোমবার (৭ অক্টোবর) ভোরে শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল বরিশাল জেলার বেতাগী বরগুনা থানার বেতাগী গ্রামের খান বাড়ির মো. আব্দুল কাদেরের ছেলে।নিহত শিশুর দাদা চাঁন মিয়া বাংলানিউজকে বলেন, সোমবার ভোরে বরিশাল থেকে লঞ্চযোগে চাঁদপুর লঞ্চঘাটে এসে নামেন তারা। লঞ্চঘাট থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় উঠে। এসময় মিশন রোডের মাথায় আসলে অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ‘এতে ঘটনাস্থলেই নাজমুল গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় নাজমুলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে গেছে। তবে ঘটনার পরপরই পিকআপ ব্যানের চালক পালিয়ে গেছে। এছাড়া নিহত শিশুর মাকে চিকিৎসা দেওয়া হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।