News71.com
 Bangladesh
 03 Oct 19, 06:03 PM
 813           
 0
 03 Oct 19, 06:03 PM

কুমিল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে গুচ্ছগ্রাম স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ।।

কুমিল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে গুচ্ছগ্রাম স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার মনোহরগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে গুচ্ছগ্রাম স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খিলা ইউনিয়নের তুগুরিয়া-মুন্সিরহাট সড়কে সাতেশ্বর নামক স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাতেশ্বরে গুচ্ছগ্রাম চাই না’ শ্লোগানে গ্রামের সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাতেশ্বর ছোলতানিয়া এমদাদুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক অধ্যাপক মুনাব্বর হোসেন, প্রতিষ্ঠাতা আবুল হোসেন, পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের, হাজী বাড়ি জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলী আরশাদ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল রানা প্রমুখ। সাতেশ্বর গ্রামের ঐতিহ্যবাহী কওমী মাদরাসা, এতিমখানা, জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের পার্শ্ববর্তী সংকীর্ণ জায়গায় গুচ্ছগ্রাম স্থাপন করা হলে ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হবে বলে আশংকা প্রকাশ করেন বক্তারা। তারা অন্যত্র গুচ্ছগ্রাম স্থাপনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন