News71.com
 Bangladesh
 30 Sep 19, 07:37 PM
 731           
 0
 30 Sep 19, 07:37 PM

ফেনীতে নিজ সন্তানকে বিক্রি করে থানায় অপহরণের অভিযোগ করল এক মা॥

ফেনীতে নিজ সন্তানকে বিক্রি করে থানায় অপহরণের অভিযোগ করল এক মা॥

নিউজ ডেস্কঃ ফেনীতে এক মা তার নিজ সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে উল্টো থানায় অপহরণের অভিযোগ করেছেন। পরে নোয়াখালীর সেনবাগ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ফেনী জেলা গোয়েন্দা সংস্থা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর কুমিল্লা জেলার লাঙ্গল কোটের রেহানা আক্তার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলে ফেনীর মহিপাল থেকে এক সিএনজি চালক তার সন্তানকে অপহরণ করে নিয়ে যায় বলে ফেনী মডেল থানায় অভিযোগ করে তিনি।


এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ টানা ৯ দিন তদন্ত করে বিশেষ অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সেনবাগের খামার বাড়ি এলাকা থেকে রবিবার রাতে শিশু ইমরানকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে পারভিন আক্তারসহ দুই নারীকে আটক করা হয়। পরে তারা পুলিশকে জানায় শিশুটির মা এক লাখ টাকার চুক্তিতে নগদ ৫০ হাজার টাকায় শিশুটিকে তাদের কাছে বিক্রি করে। পরে পুলিশ রেহানা আক্তারকে আটক করে। ঘটনায় জড়িত সকলকে আদালতের প্রেরণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানান ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরনবী। তিনি আরো জানান, শিশুটির মা ঋনের টাকা পরিশোধ করতে এই প্রতারণার পথ বেছে নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন