News71.com
 Bangladesh
 30 Sep 19, 05:57 PM
 724           
 0
 30 Sep 19, 05:57 PM

চট্টগ্রামে ৩৮ মোড়ে হবে পদচারী–সেতু !!

চট্টগ্রামে ৩৮ মোড়ে হবে পদচারী–সেতু !!

নিউজ ডেস্কঃ প্রতিদিন চট্টগ্রামের ইস্পাহানি মোড়েই গড়ে ১৪ হাজার থেকে ১৫ হাজার মানুষ রাস্তা পারাপার হচ্ছে। এতে থমকে যাচ্ছে গাড়ির গতি। এ অবস্থার পরিবর্তনের জন্য পদচারী–সেতু স্থাপন জরুরি বলে মনে করছেন নগর–পরিকল্পনাবিদেরা। চট্টগ্রাম নগরের জনসংখ্যা ৭০ লাখের বেশি। এ কারণে নগরের ব্যস্ততম মোড়গুলোয় মানুষের জমায়েত ও যাতায়াত বেড়েছে। এতে যানজটও বাড়ছে। যানজট সহনীয় পর্যায়ে আনতে নগর–পরিকল্পনাবিদেরা শহরের ৩৮টি মোড়ে পদচারী–সেতু স্থাপনের পরামর্শ দিয়েছেন সিটি করপোরেশনকে। সিটি করপোরেশন এই পরামর্শ বাস্তবায়নে সায় দিচ্ছে। বর্তমানে নগরে পদচারী–সেতুর সংখ্যা আট। এর মধ্যে দুটি ব্যবহারের অনুপযোগী।

এ ছাড়া প্রতিদিন লাখো পথচারী নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়ক, বহদ্দারহাট, মুরাদপুর, টাইগার পাস, দেওয়ানহাট, নিমতলা বিশ্বরোড, অলংকার, হালিশহর ‘এ’ এবং ‘কে’ ব্লক, বড়পোল, কাস্টমস, সল্টগোলা ক্রসিং এবং স্টিল মিল বাজারের সড়ক পারাপার হয়। এ কারণে প্রতিটি মোড়ে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরের ৩৮ গুরুত্বপূর্ণ মোড়ে পদচারী–সেতু নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে। অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নির্মাণকাজে হাত দেওয়া যাবে। নগর–পরিকল্পনাবিদ ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি সুভাষ বড়ুয়া পদচারী–সেতু নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যে জায়গা দিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে, সেখানেই পদচারী–সেতু নির্মাণ করতে হবে। পথচারীদেরও সচেতন হতে হবে বলে মনে করেন সুভাষ বড়ুয়া। এ ছাড়া প্রতিবন্ধী পথচারী কীভাবে রাস্তা পার হবে, সেটাও মাথায় রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে বলে মত তাঁর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন