News71.com
 Bangladesh
 22 Sep 19, 12:39 PM
 708           
 0
 22 Sep 19, 12:39 PM

মুক্তিযোদ্ধা ক্লাবে জুয়ার আসর বসতো ॥ র‍্যাব

মুক্তিযোদ্ধা ক্লাবে জুয়ার আসর বসতো ॥ র‍্যাব

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে জুয়ার আসর বসার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই ক্লাবে অভিযান শেষে এ তথ্য জানান র‍্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, সদরঘাট এলাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও হালিশহর এলাকার আবাহনী লিমিটেড ক্লাব ঘিরে রাখে র‍্যাব সদস্যরা। পরে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রে ঢুকে তল্লাশি শুরু করে তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রে জুয়া খেলার কার্ড ও খাতাপত্র পেয়েছি। এছাড়া জুয়া খেলার টেবিল পাওয়া গেছে, যেখানে জুয়ার আসর বসতো। দুটি দেশীয় ধারালো অস্ত্রও পাওয়া গেছে। তিনি বলেন, অভিযানের খবর পেয়ে জড়িতরা ক্লাব বন্ধ করে গা ঢাকা দিয়েছে। এছাড়া জুয়ার সরঞ্জামও সরিয়ে রাখা হয়েছে। আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। ক্লাবগুলো পরিচালনায় কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কোতোয়ালি থানা পুলিশ রাত ১০টার দিকে আসকারদিঘি পাড়ে ফ্রেন্ডস ক্লাবে অভিযান চালায়। এ ক্লাবেও জুয়া খেলা ও মদের আসর বসতো বলে অভিযোগ আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন